শ্রীনগর: জম্মু-কাশ্মীর সীমান্তে পাক সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত। আজ পুঞ্চের মেন্দর সেক্টরে ফের গোলা বর্ষণ করে পাক রেঞ্জার্স। ঘটনায় এক ভারতীয় জওয়ান আহত হন।
রাজৌরি পুঞ্চ রেঞ্জের পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কৃষ্ণঘাটি মেন্দর সেক্টরে আজ সকালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি ট্রুপ।
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এক সেনা আধিকারিক সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পর ২৫ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তারই মাঝে চলছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রত্যেকেই একমত, ভারতীয় ভূখণ্ডে ঢোকার জন্য জঙ্গিদের সুযোগ করে দিতেই বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান।
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, আহত এক জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2016 02:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -