জম্মু ও কাশ্মীর সীমান্তে জঙ্গিদের গুলিতে নিহত এক সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2016 04:31 PM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সীমান্ত লাগোয়া এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু এক সেনা জওয়ানের। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের কুপওয়াড়া জেলার উত্তর কেরান সেক্টরে সীমান্ত লাগোয়া এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে জওয়ানদের। সেইসময়ই দুই পায়ে গুলি লাগে সেপাই রমেশ চাঁদ যাদব নামে এক জওয়ানের। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।