শ্রীনগর: জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে নিহত হলেন এক সেনা জওয়ান। খতম তিন জঙ্গি।


সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অগলার অঞ্চলের অন্তর্গত কান্দি বেল্টে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তাবাহিনীর।


সেনা মুখপাত্র জানান, গোপন সূত্রে খবর আসে, এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তল্লাশি অভিযান চলাকালীন, জঙ্গিরা আচমকা বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও।


দুপক্ষের গুলি বিনিময়ে ওই জওয়ান গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই গুলি বিনিময়ের মাঝে পড়ে এক সাধারণ নাগরিকও জখম হন। শেষ খবর মেলা পর্যন্ত, বাহিনীর গুলিতে তিন জঙ্গিও খতম হয়েছে। এখনও দুপক্ষের গুলি-বিনিময় চলছে।


এর আগে, গত ২ তারিখ পুলওয়ামার পাম্পোরের সাম্বুরায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে দুই সেনা জওয়ান নিহত হন এবং এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। পাল্টা গুলিতে খতম হয়েছিল ওই জঙ্গি।