জম্মু: নিয়ন্ত্রণরেখা বরাবর নৌশেরা সেক্টরে ফের হামলা পাকিস্তানের। শহিদ এক ভারতীয় জওয়ান। পাল্টা পাকিস্তানের ৩ টি পোস্ট গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল থেকে জম্মুর রাজৌরি জেলার নৌশেরায় ভারতীয় সেনা ছাউনিগুলির ওপর পাক সেনা গুলি-মর্টার বর্ষণ শুরু করে। সেপ্টেম্বরের শেষে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ১০০ বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙেছে তারা।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, দুপক্ষের মধ্যে ভারী গুলি বিনিময় হয়। পাকিস্তানের তিনটি সেনা ছাউনি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন পাকিস্তানের মূল টার্গেট ভারতের বাসমতী ক্ষেত; নষ্ট হতে পারে ১২৫ কোটি টাকার ফসল

দুপুর ১.৪৫ নাগাদ পুঞ্চের কৃষ্ণ ঘাঁটি সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ১২০ মিমি মর্টার বম্ব ছোঁড়ে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। সোমবারও পাকিস্তানিরা হামলা চালায় পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে, মানকোট ও বালাকোট এলাকায়।
এর আগে পুঞ্চ জেলারই কৃষ্ণ ঘাঁটি ও পুঞ্চ সেক্টরে পাক হামলায় ২ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়, আহত হন ৫জন। নিয়ন্ত্রণরেখার ওপারে মজুত জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে ভারতীয়দের ওপর গুলি চালায় পাক সেনা।

আরও পড়ুন মুখের মত জবাব পাকিস্তানকে, দীপাবলীর আগের দিন ভারতীয় হামলায় খতম ৪০ পাক জওয়ান