জম্মু: জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের গোলাগুলি অব্যাহত। আর তাতে সর্বশেষ খবর অনুযায়ী, পাক সেনার গুলিতে ১ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জওয়ান। শ্রীনগরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জঙ্গিও।


প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুধবার নিয়ন্ত্রণরেখা বরাবর কাশ্মীরের মাচিল সেক্টরে পাক স্নাইপারের গুলিতে শহিদ হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। এরপরই ভারী অস্ত্র দিয়ে পাক সেনা ছাউনি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারত।


এর আগে গতকাল সন্ধ্যে থেকে জম্মুতে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ভারতীয় ছাউনি ও সীমান্ত লাগোয়া গ্রাম লক্ষ্য করে পাকিস্তানি ফৌজ। রাজৌরির নওশেরা সেক্টরে পাক সেনার ভারী গোলার ঘায়ে শহিদ হন নন-কমিশনড অফিসার (এনসিও) নায়েক প্রেম সিংহ।


আহত হন আরেক এনসিও নায়েক হরিন্দ্র কুমার যাদব সহ ২ জওয়ান। দুজনকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে মারা যান হরিন্দ্র।


প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ২৬ বছরের শহিদ প্রেম সিংহের বাড়ি রাজস্থানের বারমেরে। অন্যদিকে, ৩০ বছর বয়সী শহিদ হরিন্দ্র উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা।


ওই হামলার পরই পাল্টা জবাব দিতে শুরু করে ভারত। সেনার গুলিতে পাক সেনার তিনটি ছাউনি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরেও বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় ফৌজ।


প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এখনও পর্যন্ত শতাধিকবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান।


সবচেয়ে ভারী হামলা হয়েছে ১ নভেম্বর। সেদিন ৮ ভারতীয়র মৃত্যু হয়েছিল, ২৪ জন আহত হয়েছিলেন। জবাবে, ২ পাক সেনাকে খতম করেছিল ভারত। ধ্বংস করে দেওয়া হয়েছিল ১৪টি পাক সেনা ছাউনি।


এদিকে, উত্তর কাশ্মীরের বারামুল্লার সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দাঙ্গিওয়াচার অন্তর্গত দুর্চু গ্রামে অভিযান চালায় বাহিনী।


সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে আত্মগোপনকারী জঙ্গিরা। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। গ্রামে চিরুনি তল্লাশি চলছে।


অন্যদিকে, হান্ডওয়ারাপ ওয়াধপোরা অঞ্চলে শ্রীনগর-কুপওয়ারা সড়ক থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। জানা যায়, নাশকতা ছড়াতে জঙ্গিরা তা বসিয়েছিল। বম্ব স্কোয়াড এসে আইইডি-টি নিষ্ক্রিয় করে।