জম্মু: জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলায় ফের বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। এই হামলায় আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয়েছে এক জওয়ানের। নিহত জওয়ানের নাম বখতোয়ার সিংহ। তিনি পঞ্জাবের হোশিয়ারপুর জেলার হাজিপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী ও ১০ মাস বয়সি এক শিশু সহ তিন সন্তান রয়েছে।


সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, বখতোয়ার একজন সাহসী ও কর্তব্যনিষ্ঠ সেনা জওয়ান ছিলেন। তিনি হৃদয় দিয়ে কাজ করতেন। কর্তব্যের প্রতি তাঁর নিষ্ঠা এবং শ্রেষ্ঠ আত্মত্যাগের জন্য দেশ তাঁকে মনে রাখবে। আগামীকাল রজৌরিতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামে। সেখানেই পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এ মাসের ১ তারিখ থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ১৭ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা। গত তিন দিনে ৬ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে তারা। আজ ভোর ৫.১৫ মিনিট থেকে রজৌরির নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। এখানে গতকাল রাত থেকে দু বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেন। তাতে দুই পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।