শ্রীনগর: নিজের প্রাণের বাজি রেখেও, মায়ের দেহ কাঁধে তুলে বরফের মধ্য দিয়ে হেঁটে গ্রামের বাড়ি নিয়ে গেলেন সেনা জওয়ান ছেলে।


খবরে প্রকাশ, সেনায় জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্মরত মহম্মদ আব্বাসের মা সাকিনা বেগম গত ২৮ জানুয়ারি হৃদজনিত সমস্যায় মারা যান। ছেলের পোস্টিং ছিল পঠানকোটে। সেখানেই থাকতেন তিনি।


পরের দিন মায়ের দেহ নিয়ে কুপওয়ারা জেলার চৌকিবাল অঞ্চলের কারনাহ গ্রামে পৌঁছন আব্বাস। কিন্তু, সেই যাত্রায় প্রাণহানির আশঙ্কা ছিল যথেষ্টই।


কারণ, সেই সময় প্রবল তুষারপাতের কারণে গোটা বিশ্বের সঙ্গে কারনাহের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর জন্য প্রথমে একটি হেলিকপ্টার চেয়ে কুপওয়ারা প্রশাসনের কাছে আবেদন করেন আব্বাস।


কিন্তু, আবহাওয়া প্রতিকূল থাকায় সেখানে কপ্টার পৌঁছতে পারেনি। এই পরিস্থিতিতে, কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে মায়ের নিথর দেহকে কাঁধে তুলে প্রায় কোমর-সমান বরফের মধ্যে দিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দেন আব্বাস।


শেষমেশ, বিপদসঙ্কুল সাধনা টপ পর্বতমালা পার করে গন্তব্যে পৌঁছন আব্বাস-রা।