জম্মুর বিএসএফ পোস্টে হামলা, হত সেনা-বিএসএফ জওয়ান, দেহ বিকৃত করল পাক সেনা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ভারতের
Web Desk, ABP Ananda | 01 May 2017 02:24 PM (IST)
ফাইল চিত্র
জম্মু: পাকিস্তান থেকে রকেট হামলা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিএসএফের ফরোয়ার্ড ডিফেন্স লোকেশন পোস্টে ফের যুদ্ধবিরতি ভেঙে রকেট হানা চালায় পাকিস্তান। পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরে সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক পোস্টে হামলা চলে। পাকিস্তান সেনার পোস্ট থেকে রকেট ছাড়াও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়। সেনাবাহিনীর নায়েব সুবেদার পরমজিত্ সিংহ ও বিএসএফের ২০০ ব্যাটালিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন রাজেন্দ্র সিংহ নামে এক বিএসএফ জওয়ান। পাল্টা বিএসএফ জওয়ানরাও গুলি চালান বলে জানান বিএসএফের জনৈক কর্তা। রকেট, গ্রেনেড হামলার পর পাক সেনার আরেকটি দল নিহত জওয়ানদের দেহ বিকৃত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড। এমন আচরণকে 'অ-সেনাসুলভ', 'জঘন্য' আখ্যা দিয়ে যথোচিত জবাব দেবে বলে জানিয়েছে কমান্ড। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পাক সেনা বিনা প্ররোচনায় কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুটি ফরোয়ার্ড পোস্টে রকেট, মর্টার হামলা চালিয়েছে। একইসঙ্গে তাদের বর্ডার অ্যাকশন টিম দুটি পোস্টের মাঝে টহলরত বাহিনীর ওপর হামলা চালায়। বাহিনীর দুই সেনার অঙ্গহাানি করেছে তারা। রবিবার নিয়ন্ত্রণ রেখা ঘুরে দেখেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পরদিনই এই হামলা। গত মাসে পুঞ্চ, রাজৌরিতে নিয়্ন্ত্রণ রেখা বরাবর সাতবার যুদ্ধবিরতি ভেঙেছে পাক সেনা। বাজওয়া গতকাল হাজি পির সেক্টর পরিদর্শন করেন। পাকিস্তানের দাবি, ভারতীয় সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। বাজওয়াকে এ ব্যাপারে ব্রিফ করা হয়। পাক সেনা ভারতের যে কোনও অভিযান রুখতে কতটা প্রস্তুত, সে ব্যাপাারেও অবহিত করা হয় তাঁকে। পাক সেনাপ্রধান সেনা জওয়ানদের জমায়েতে বলেন, আমরা সবসময় কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও মৌলিক মানবাধিকারের দাবিতে ন্যায্য রাজনৈতিক সংগ্রামের পাশে থাকব। কাশ্মীরে ভারতই রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন বাজওয়া। বলেন, শুধু কাশ্মীরের মানুষের ওপরই নয়, নিয়ন্ত্রণ রেখার এপারে, অস্থায়ী সীমান্তে পাকিস্তানের দিকে বসবাসকারী মানুষের ওপরও ভারতের হামলা চলছে। ভারত যদিও বারবার কাশ্মীরে পাকিস্তানের তোলা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খারিজ করেছে।