নয়াদিল্লি: কাশ্মীরে এবার শিশুদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নিল সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরে 'স্কুল চলো' অভিযান শুরু করল তারা। পড়ুয়ারা যাতে স্কুলে যেতে ভয় না পায়, তারা যাতে ফের পঠনপাঠন শুরু করতে পারে, সেই পরিবেশ ফেরাতেই উদ্যোগী সেনাবাহিনী।


সেনা বাহিনীর এক আধিকারিক অশোক নারুলা জানিয়েছেন, তাঁরা স্থানীয়দের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বাচ্চাদের নিরপত্তার কথা চিন্তা করে স্কুলে পাঠাচ্ছেন না। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে এসেছে সেনাবাহিনীই। কিছু জায়গায় পড়ুয়াদের ফ্রি-তে কোচিং দেওয়া হচ্ছে, সঙ্গে পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে উত্সাহিত করা হচ্ছে পড়ুয়াদের। তিনি বলেন, আমি শুধু একজন সেনা আধিকারিক নই, আমিও কারও বাবা। আমি চাই, শিশুদের হাতে পাথরের বদলে বই থাকুক।

প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। গত পাঁচ মাস ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে উপত্যকায়। ৩০ টিরও বেশি স্কুলে অগ্নি-সংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মেজর জেনারেল নারুলার এই প্রোগরাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেনা জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন, যাতে ফের স্কুলমুখী করা যায় পড়ুয়াদের।