নয়াদিল্লি: পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
এদিন রাজনাথ বলেন, নিয়ন্ত্রণরেখা টপকে গোপনে জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে ভারতীয় সেনা জওয়ানরা সারা বিশ্বের সামনে যে বীরত্বের নিদর্শন তুলে ধরেছেন তাতে গোটা দেশ গর্বিত।
এদিন স্বচ্ছ ভারত মিশনের আওতায় ‘স্মার্ট টয়লেট’-এর উদ্বোধন করতে গিয়ে রাজনাথ বলেন, নিয়ন্ত্রণরেখার ওপারে ভারতীয় জওয়ানদের এই কীর্তি সারা বিশ্ব জেনেছে।
যদিও ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে খারিজ করেছে পাকিস্তান। ইসলামাবাদের পাল্টা দাবি, ভারত যে অপারেশন করেছে, তার কোনও ছবি প্রকাশ করেনি। এই প্রসঙ্গে রাজনাথের টিপ্পনি, ধৈর্য্য ধরে দেখতে থাকুন।
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরপরই ভারতীয় জওয়ানদের হতাহতের খবর প্রচারিত হতে থাকে বিভিন্ন পাক সংবাদমাধ্যমে। যদিও বিষয়টিকে একেবারে ভুয়ো বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনী।
সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতকে গর্বিত করেছে সেনা: রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2016 04:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -