শ্রীনগর: গত বছর জম্মু ও কাশ্মীরের এক বাসিন্দাকে গাড়ির বনেটে বেঁধে নিয়ে যাওয়া মেজ নীতীন লিতুল গগৈ আজ ফের বিতর্কে জড়ালেন। একটি হোটেলে এক তরুণীর সঙ্গে তাঁকে আটক করল পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পর মেজরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে গাড়িচালক ও ১৮ বছর বয়সি ওই তরুণীকে নিয়ে একটি হোটেলে যান মেজর গগৈ। তাঁর নামেই অনলাইনে ঘর বুক করা হয়েছিল। সঙ্গে দুই অতিথিকে নিয়ে তাঁর ওই হোটেলে এক রাত কাটানোর কথা ছিল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ জানায়, একজন মহিলাকে নিয়ে হোটেলে থাকতে পারবেন না মেজর। এই নিয়ে শুরু হয় বচসা। তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেন হোটেলকর্মীরা। গগৈ জানিয়েছেন, তিনি ‘সোর্স’-এর সঙ্গে আলোচনার জন্য ওই হোটেলে গিয়েছিলেন।

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীর রেঞ্জ) শ্যামপ্রকাশ পানি জানিয়েছেন, এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব রিপোর্ট দিতে বলা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ ও মেজ গগৈয়ের দেওয়া ঘর বুকিংয়ের ফর্ম চাওয়া হয়েছে। তবে পুলিশ কোনও মামলা দায়ের করেনি।