ভোপাল: ৪দিন ধরে তাঁর স্বামী অনশন করছেন। এই দাবি করে স্বামীর সমর্থনে অনশনে বসলেন স্ত্রীও। রীচা সিংহ নামে ওই মহিলা মধ্যপ্রদেশের রেওয়ার বাসিন্দা। তাঁর অভিযোগ, তাঁর স্বামী, সেনা কর্মী ল্যান্স নায়েক যজ্ঞপ্রতাপ সিংহ সেনা কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে ৪দিন ধরে অনশন করছেন। স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁরও এই অনশনের সিদ্ধান্ত।


উত্তরপ্রদেশের ফতেগড়ে ১৪ রাজপুতানা রাইফেলসে কর্মরত যজ্ঞপ্রতাপ দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি অভিযোগ করেন, নীচুতলার সেনাকর্মীদের অফিসারদের গাড়ি ধোয়া থেকে জুতো পরিষ্কার-সবই করতে হয়। দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে তাঁরা যোগ দিয়েছেন কিন্তু কার্যত করেন সেনা অফিসারদের পরিচারকের কাজ।

রীচার বক্তব্য, নীচুতলার সেনাকর্মীদের অবস্থার উন্নতির দাবিতে তাঁর স্বামী অনশনে বসেছেন। তাঁকে কোনও ডাক্তারি সাহায্য করা হচ্ছে না, ফলে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত। তাঁর দাবি, তাঁর স্বামীকে সেনা অফিসারদের সহায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হোক। তিনি দেশের কাজ করার জন্য সেনাবাহিনীতে যোগ দেন, অফিসারদের ঘরের কাজে সাহায্য করতে নয়।