জওয়ানদের বলিদান প্রসঙ্গে এমন বিতর্কিত মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ।
রামপুরের বিজেপি সাংসদ তাঁর বক্তব্যে বলেন, কোনও গ্রামে যদি ঝামেলা বাধে, স্বাভাবিক ভাবেই কেউ না কেউ আহত হন। ঠিক একইভাবে যুদ্ধের ময়দানে নেমে মৃত্যুবরণ করতে হয় সেনাদের। এখনও অবধি এমন কোনও যন্ত্রের আবিষ্কার হয়নি, যার সাহায্যে বুলেট আর কাজ করবে না। কোনও সেনা জওয়ানের মৃত্যু হবে না। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন নেপাল সিংহ।
এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। পরে নিজের মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে রামপুরের সাংসদ বলেন, তিনি সেনা জওয়ানদের কোনওভাবেই অপমান করতে চাননি। তারপর নিজের মন্তব্যকে আর একটু স্পষ্ট করে তিনি বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন বিজ্ঞানীরা এমন এক অস্ত্র আবিষ্কারের চেষ্টায় রয়েছেন, যার জেরে কাজ করবে না বুলেট। যুদ্ধের ময়দানে নেমে মৃত্যু হবে না সেনার।
অথচ বিজেপি সাংসদের এই মন্তব্যের ২৪ ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, পুলওয়ামায় সিআরপিএফ-এর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই বলিদান বিফলে যাবে না। সিআরপিএফ-এর ওপর হামলার নিন্দায় সরব হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও। সিআরপিএফ জওয়াদেন ওপর হওয়া হামলা প্রসঙ্গে কংগ্রেস মোদী সরকারকে একহাত নিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী বিদেশনীতির ফল। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর আব্দুল্লাও এই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।