নয়াদিল্লি: রুস্তম ছবির নায়ক অক্ষয় কুমার নৌবাহিনীর যে ইউনিফর্ম পরেছিলেন, সেটি নিলামের উদ্যোগ নেওয়ায় এই অভিনেতা, তাঁর স্ত্রী টুইঙ্কল খন্না এবং সংশ্লিষ্ট নিলামঘরকে আইনি নোটিস পাঠানো হল। এই নোটিস দিয়েছেন ১১ জন সেনা অফিসার, সাতজন অবসরপ্রাপ্ত অফিসার সহ ২১ জন। এই নোটিসে বলা হয়েছে, নৌবাহিনীর ইউনিফর্ম নিলাম করা চলবে না। নিলাম করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কিছুদিন আগে ট্যুইটারে অক্ষয় ঘোষণা করেন, প্রাণীদের জন্য কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করার রুস্তম ছবিতে পরা নৌবাহিনীর ইউনিফর্ম নিলামে তুলবেন। টুইঙ্কলও সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন। এরপরেই শুরু হয় সমালোচনা। শুধু প্রাক্তন ও বর্তমান সেনা অফিসাররাই নন, বহু সাধারণ মানুষও মনে করেন, সেনাবাহিনীর ইউনিফর্ম অমূল্য। সেটি নিলামে তোলা উচিত নয়। সেনা অফিসার সন্দীপ শর্মা ফেসবুক পোস্টে অক্ষয় ও টুইঙ্কলের তীব্র সমালোচনা করেন। গত ৩০ এপ্রিল এক সেনাকর্মী খোলা চিঠি লিখে টুইঙ্কল ও অক্ষয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপরেই পাঠানো হল নোটিস।
সেনা অফিসারদের দাবি, পঠানকোটে হামলার পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে সারা দেশে সাধারণ মানুষকে সেনাকর্মীদের ইউনিফর্মের সদৃশ পোশাক না পরতে বলা হয়। দোকানগুলিতেও এই ধরনের পোশাক বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। কারণ, সেনাবাহিনীর ইউনিফর্ম, পদচিহ্ন ও ব্যাজ দেশের শত্রুদের হাতে চলে গেলে সমস্যা হতে পারে। তারপরেও অক্ষয় এই ইউনিফর্ম নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে জাতীয় স্বার্থের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন এবং সেনাকর্মীদের ভাবাবেগে আঘাত করেছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রুস্তম ছবিতে ব্যবহৃত নৌবাহিনীর ইউনিফর্ম নিলাম নিয়ে অক্ষয়-টুইঙ্কলকে আইনি নোটিস
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2018 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -