জম্মু: কাশ্মীরে জঙ্গি দমন অভিযান আরও তীব্র করল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান থেকে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে ইন্ধন জোগানোর চেষ্টা ভেস্তে দেওয়ার নিরলস প্রয়াসে বড় সাফল্য এসেছে বলে দাবি করল বাহিনী। গত ২৪ ঘন্টায় দশ জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে তারা।
নর্দার্ন কমান্ডের প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, রমজান মাসের পরিপ্রেক্ষিতে কাশ্মীরে সন্ত্রাস ছড়িয়ে দিতে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট এজেন্টরা মরিয়া হয়ে মাঠে নেমেছে। বিরামহীন অভিযান চালিয়ে নিরাপত্তাবাহিনী ওদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। গত ২৪ ঘন্টায় ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দশ সন্ত্রাসবাদী ও অনুপ্রবেশকারীকে নিকেশ করে সাফল্য পাওয়া গিয়েছে।
তিনি জানিয়েছেন, রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তাবাহিনীর অনুপ্রবেশ দমন অভিযানে ৬ জন সশস্ত্র অনুপ্রবেশকারীকে তাড়া করে খতম করা হয়েছে। ট্রালে স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযানেও ২ জঙ্গির মৃত্যু হয়েছে।
গতকাল উরি সেক্টরেও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর জঙ্গিদের নিয়ে তৈরি বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) ভারতীয় টহলদার দলের ওপর হামলার চেষ্টা ভেস্তে দেয় সেনাবাহিনী। নিহত হয় দুই ব্যাট জঙ্গি।
কাশ্মীরে ভারতীয় সেনার জোরদার সন্ত্রাস দমন অভিযানে ২৪ ঘন্টায় হত ১০ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
27 May 2017 07:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -