নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস মোকাবিলায় এবার আরও তৎপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। জঙ্গি দমনে এবার যৌথভাবে কাজ করবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা। বিশেষ এই ফোর্সে সামিল হবে সেনাবাহিনীর 'প্যারা ফোর্স', নৌবাহিনীর 'মেরিন কমান্ডোস', বায়ুসেনার 'স্পেশাল গৌড় ফোর্স'। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই তিন বাহিনী নিয়ে তৈরী করেছে 'আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন'। এই ডিভিশনকে প্রথমবার নিয়োগ করা হল কাশ্মীরে।
কাশ্মীরের সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেনাবাহিনীর প্যারা ফোর্স। অল্পদিনের মধ্যেই পুরোপুরি নিয়োগ করা হবে নৌবাহিনীর মেরিন কমান্ডোস, বায়ুসেনার স্পেশাল গৌড় ফোর্সকেও। ইতিমধ্যে মেরিন কমান্ডোসের এরটি ছোট দলকে উলার লেক ও তার আশেপাশের অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গৌড় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে লোলাব ও হাজিন সংলগ্ন অঞ্চলের।
আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশনের প্রথম প্রধান হিসাবে রয়েছেন মেজর জেনারেল অশোক ধিংরা। এই বাহিনী কাশ্মীরে প্রথম মোতায়েন হলেও এর আগেও জঙ্গি দমনের অভিজ্ঞতা রয়েছে তাদের।
কাশ্মীরে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Nov 2019 01:45 PM (IST)
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস মোকাবিলায় এবার আরও তৎপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। জঙ্গি দমনে এবার যৌথভাবে কাজ করবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -