শ্রীনগর: বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলা থেকে এক সেনা অফিসারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সেই সেনা অফিসারের রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই সেনা আধিকারিককে প্রথমে অপহরণ করা হয়। তারপর তাঁকে হত্যা করে তাঁর গুলিবিদ্ধ দেহ হারমেইন এলাকায় ফেলে দিয়ে যায় জঙ্গিরা।


লেফটেন্যান্ট পদ মর্যাদার অফিসার ছিলেন মৃত উমর ফয়াজ নামের ওই সেনা আধিকারিক। পুলিশ সূত্রে দাবি, তিনি কুলগাম জেলার বাসিন্দা। সোপিয়ান গিয়েছিলেন তাঁর এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে।

গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই অফিসার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গতকাল রাতেই জঙ্গিরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। তারপর তাঁকে লক্ষ্য করে পাঁচবার গুলি চালানো হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১০ ডিসেম্বর ফয়াজকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে এখানে আনা হয়। কথা ছিল এবছর সেপ্টেম্বর থেকে ইয়ং অফিসার কোর্সের প্রধান হিসেবে তাঁকে নিযুক্ত করা হবে। এনডিএ-র হকি টিমের সদস্য ছিলেন তিনি। অসাধারণ ভলি বলও খেলতেন। মানসিকভাবে কঠিন প্রকৃতির মানুষ ছিলেন ফয়েজ। শারীরিকভাবেও ছিলেন মারাত্মক ফিট, জানাচ্ছেন তাঁর সহকর্মীরা। তাঁর অধীনে কাজ করতেও পছন্দ করতেন সেনা জওয়ানরা।