জম্মু: অনন্য নজির স্থাপন করলেন জম্মু ও কাশ্মীরের সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল রণবীর জামওয়াল।

প্রথম সামরিক অফিসার হিসেবে এক বা দুই নয়, তিনবার এভারেস্ট শৃঙ্গজয় করলনে তিনি। ২০১২ সালের ২৫ মে তিনি প্রথমবার বিশ্বের সর্বোচ্চ শিখর জয় করেছিলেন। এরপর ২০১৩ সালের ১৯ মে তিনি দ্বিতীয়বার এভারেস্ট-জয় করেন জামওয়াল।

প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল এস ডি গোস্বামী জানান, শুক্রবার সকাল ৬টা ৭ মিনিট নাগাদ জামওয়ালের নেতৃত্বাধীন টিম প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই এই দুর্গম শৃঙ্গজয় করে। জামওয়াল ও তাঁর দলের এই কীর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ।

বাবা হাভিলদার। জামওয়াল প্রথমে ডোদরা রেজিমেন্টে জওয়ান হিসেবে যোগ দেন। পরে, কঠোর পরিশ্রম করে আর্মি ক্যাডেট কলেজ থেকে পাশ করে তিনি ফের বাহিনীতে যোগ দেন। তবে এবার জাট রেজিমেন্টে অফিসার পদে।