গোরক্ষপুর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গী হতে চলেছে ৫৪৪টি রোবট। সেনাবাহিনীর এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলে কিছুদিনের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটগুলিকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ক্রমশঃ অবনতি হচ্ছে। জঙ্গিরা এখন আর শুধু জঙ্গল বা গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নেই। তারা শহরেও ঢুকে পড়েছে। এর ফলে সেনাবাহিনীকে সমস্যায় পড়তে হচ্ছে। ভবিষ্যতে এই সমস্যা বাড়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানদের ঝুঁকি সবচেয়ে বেশি। সেই কারণেই নজরদারি ও নিরাপত্তার কাজে রোবট ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী। সেই প্রস্তাব মেনে নিয়েছে সরকার।

সেনাবাহিনীর এক আধিকারিক বলেছেন, রাষ্ট্রীয় রাইফেল রোবট পেলে নজরদারি অনেক সহজ হবে। সন্ত্রাসবাদীদের সম্পর্কে সব খবর পাওয়া যাবে। রোবটগুলির সঙ্গে নজরদারি ক্যামেরা এবং ট্রান্সমিশন সিস্টেম থাকবে। এর ব্যাপ্তি হবে ২০০ মিটার। রোবটগুলি সেনা জওয়ানদের কাছে প্রয়োজনীয় অস্ত্রও পৌঁছে দিতে পারবে।