শহিদ জওয়ানদের সন্তানদের জন্য দু’টি স্কুল করা হবে, জানালেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda | 13 Jan 2018 07:34 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা শহিদ হয়েছেন বা কর্তব্যরত অবস্থায় যাঁরা অক্ষম হয়ে গিয়েছেন, তাঁদের সন্তানদের জন্য দু’টি বোর্ডিং স্কুল খোলার বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে বলে জানালেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি বলেছেন, শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনায় সাহায্য করার জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে দেয় সরকার। স্কুল চালু হলে সরকারকে এই প্রকল্প বন্ধ করে দিতে বলা হবে। সেনাপ্রধান আরও বলেছেন, সরকার যদি টাকা না দেয়, তাহলে সেনাবাহিনীই শহিদ বা অক্ষম হয়ে যাওয়া জওয়ানদের সন্তানদের পড়াশোনার বিষয়ে আর্থিক সাহায্য করবে। তিন-চার বছরের মধ্যেই স্কুল চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দিল্লির সংস্কৃত স্কুলের ধাঁচে হবে এই স্কুল। একটি স্কুল হবে পঠানকোটে এবং অপরটি হবে ভোপাল বা সেকেনদরাবাদে।