উধমপুর (জম্মু ও কাশ্মীর): দেশের প্রত্যন্ত, দুর্গম অঞ্চল, বিশেষত জম্মু ও কাশ্মীরের সীমান্তের গ্রামগুলির মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাবে সেনাবাহিনী। তাদের মার্শাল আর্টের কলাকৌশলের ট্রেনিং দেওয়া হবে।
ডিফেন্স নর্দার্ন কমান্ডের জনসংযোগ অফিসার কর্নেল এস ডি গোস্বামী বলেছেন, দুর্গম এলাকাগুলির মেয়েদের জন্য চার সপ্তাহের মার্শাল আর্টের কোর্স চালু করেছে সেনা।
নওশেরা সীমান্ত তহসিলের ৬টি স্কুল থেকে নানা বয়সের মোট ৪০টি মেয়েকে আপাতত বেছে নেওয়া হয়েছে কোর্সের জন্য। কর্নেল গোস্বামী জানিয়েছেন, ওই মেয়েদের মানসিক, শারীরিক ভাবে শক্তসমর্থ করার পাশাপাশি তাদের আত্নবিশ্বাস বাড়ানোই লক্ষ্য এই কোর্সের। শারীরিক প্রশিক্ষণ দেওয়া হবে, আত্মরক্ষার নানা কৌশল, টেকনিকও শিখবে ওই মেয়েরা। অপারেশন সদ্ভাবনা কর্মসূচির আওতায় স্থানীয় সরকারি হাইস্কুলে চলছে ক্লাস। জুডোর ব্ল্যাক বেল্টধারী এক সেনা জওয়ান প্রশিক্ষণ পরিচালনা করছেন বলে জানান কর্নেল গোস্বামী। স্রেফ খালি হাতে কী করে আত্মরক্ষা করতে হয়, শেখানো হবে মেয়েদের।
চার সপ্তাহের কোর্সে যারা পারদর্শিতা দেখাবে, তাদের পরবর্তী স্তরের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
জম্মু-কাশ্মীরের সীমান্তের মেয়েদের মার্শাল আর্ট শেখাবে সেনাবাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 02:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -