কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবনদান সম্ভব। একজনের মৃত্যু বেশ কয়েকটি জীবন বাঁচিয়ে দিতে পারে। মৃত্যুর পরও এি নশ্বর শরীর মানুষের কাজে লাগবে। বিফলে যাবে না। অঙ্গের চাহিদাও দিন দিন বাড়ছে। তাই প্রয়োজন সকলেরই এগিয়ে আসা। তিনি আরও বলেন, দেশে প্রতিরক্ষা বাহিনীর অঙ্গদানের প্রতিশ্রুতি এই প্রথম। এতে গোটা দেশেই সচেতনতা বৃদ্ধি পাবে।
সোনেপাতে একটি অনুষ্ঠানে ৪৩২ সিআরপিএফ জওয়ান তাঁদের অঙ্গদানের অঙ্গীকার করেন। ন্যাশনাল অরগ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গ্যানাইজেশন আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০০-রও বেশি বিএসএফ জওয়ান অঙ্গ দানের প্রতিশ্রিতি দেন।