নয়াদিল্লি: দেশজুড়ে প্রায় ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করেছে কেন্দ্র।


প্রায় ৮১ লক্ষ আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। গত সপ্তাহে রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পি পি চৌধুরি জানান, প্রায় ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে, কেন ওই কার্ডগুলি বাতিল করা হয়েছে বা কোন রাজ্যের কত কার্ড বাতিল করা হয়েছে, সেই সংক্রান্ত কোনও তথ্য তিনি পেশ করেননি।


মন্ত্রী জানিয়ে দেন, এই পরিসংখ্যান ইউআইডিএআই-এর হাতে নেই। তবে তিনি যোগ করেন, আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই-এর আঞ্চলিক দফতরের হাতে। চৌধুরি জানান, আধার নিয়মাবলির ২৭ এবং ২৮ নম্বর ধারা অনুযায়ী, কোনওভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনও গণ্ডগোল থাকলে, কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে।


নিয়মানুসারে, পাঁচ বছরের কম বয়সী কোনও শিশুর নামে আধার কার্ড থাকলে, তাকে পাঁচ বছর হওয়ার সঙ্গে সঙ্গে নিজের বায়োমেট্রিক্স তথ্য আপডেট করতে হবে। ফের ১৫ বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে। এর জন্য ২ বছরের সময়সীমা দেওয়া হয়। যার মধ্যে না করলে, আধার কার্ডটি বাতিল করা হয়।


ইউআইডিএআই-এর মতে প্রত্যেকের উচিত আধার-পোর্টালে গিয়ে নিজ নিজ কার্ডের হাল হকিকৎ দেখে নেওয়া। আপনার কার্ড সচল আছে কি না তা কীভাবে দেখবেন, তা জেনে নিন—




  • ইউআইডিএআই ওয়েবসাইটের হোমপেজে গেলে আধার সার্ভিসেস ট্যাব দেখতে পাওয়া যাবে।

  • ওই ট্যাবের অধীনে একটি অপশন রয়েছে, যাতে লেখা ‘ভেরিফাই আধার নম্বর’।

  • ‘ভেরিফাই আধার নম্বর’-এ ক্লিক করলে নতুন পেজ খুলবে।

  • সেখানে নিজের আধার নম্বর লিখুন, নির্দিষ্ট বক্সে দেখানো ক্যারাক্টার ভেরিফিকেশন বা ক্যাপচা দিন এবং ভেরিফাই-এর ওপর ক্লিক করুন।

  • যদি সবুজ চেকমার্ক আসে, তাহলে নিশ্চিন্ত হন, আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।


আর যদি তা না আসে, তাহলে আপনার আধার কার্ড ইন-অ্যাক্টিভ রয়েছে। এবার তখন কী করবেন? জেনে নিন—




  • সবার আগে, আপনার নিকটতম এনরোলমেন্ট সেন্টারে যোগাযোগ করুন। সঙ্গে রাখুন প্রয়োজনীয় নথি।

  • সেখানে আপনাকে আধার আপডেট ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম পূরণ করতে হবে।

  • একইসঙ্গে নতুন করে আপনার বায়োমেট্রিক্স তথ্য নেওয়া হবে। এর জন্য আপনাকে ২৫ টাকা দিতে হবে।

  • দিতে হবে আপনার বৈধ মোবাইল নম্বর।


যেহেতু, আধার পুনরায় চালু করতে নতুন করে আপনার বায়োমেট্রিক্স তথ্য নেওয়া হবে, তাই বলা বাহুল্য যে আপনাকে এনরোলমেন্ট সেন্টারে ব্যক্তিগত হাজিরা দিতে হবে।




  • অর্থাৎ, এই প্রক্রিয়া অনলাইন বা পোস্ট মারফৎ সম্ভব নয়।


এনরোলমেন্ট সেন্টারের আধিকারিকরা আপনার আগে দেওয়া বায়োমেট্রিক্স তথ্যের সঙ্গে নতুন বায়েমেট্রিক্স তথ্য যাচাই করে দেখে নেবেন।




  • যদি দুটি তথ্য মিলে যায়, তাহলে, আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।