কেন্দ্রীয় মন্ত্রী তথা বেঙ্গালুরুর সাংসদ অনন্ত কুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তীব্র আক্রমণ করে বলেছেন, ‘কর্ণাটকের প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে তাদের কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
অনন্ত কুমার আরও বলেছেন, গত আড়াই বছরে এমএম কালবুর্গি হত্যা সহ ১৮-১৯টি রাজনৈতিক খুন হয়েছে কর্ণাটকে। সিদ্দারামাইয়া সরকার কোনও ঘটনারই তদন্ত সম্পূর্ণ করতে পারেনি। সুপ্রিম কোর্ট গতকালই রাজ্য সরকারের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে। ডিএসপি গণপতি হত্যার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি-র পক্ষ থেকে গৌরী হত্যার ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হবে কি না, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি অনন্ত কুমার।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিও গৌরী হত্যার নিন্দা করেছেন। তিনি ট্যুইট করে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশা প্রকাশ করেছেন দ্রুত এই ঘটনার বিচার হবে।