মুম্বই: দেশে পা রাখার মুহূর্তে গ্রেফতার করতে হবে বিতর্কিত ইসলামি প্রচারক তথা টেলিভিশন বক্তা জাকির নায়েককে। এমনই দাবি জানিয়েছে শিবসেনা। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন জাকির।


প্রসঙ্গত, রবিবার বিকেলে জানানো হয়েছিল, সোমবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন তিনি। কিন্তু ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের-এর ট্রাস্টি তনবীর শেখ জানিয়েছেন, আজ মুম্বইয়ে ফিরছেন না জাকির। জাকিরের না আসার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর সময়সূচি কখনও ঠিক করা থাকে না। যেকোনও সময় পরিবর্তন হয়।

জাকির নায়েকের মুখপাত্র জানিয়েছেন, ১২ জুলাই যে সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল, তাও হবে না। বৈঠকের দিন ঠিক হলে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সৌদি আরব থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে জাকিরকে গ্রেফতার করার দাবি জানিয়েছে শিবসেনা। পিস টিভি উঠিয়ে দেওয়ারও দাবি করে তারা। এপ্রসঙ্গে তাদের মন্তব্য, পিস টিভি আসলে ধর্মপ্রচার-এর টিভি। কেন্দ্রে মোদী সরকার এবং মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবীশ সরকারের উচিত এই চ্যানেলের সম্প্রচারের যাবতীয় ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সাহস দেখানো। শুধু তাই নয়, মুম্বই হামলায় দোষী আজমল কাসভকে যে সেলে রাখা হয়েছিল, জাকিরকেওও সেই সেলে রাখার দাবি তুলেছে তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের ঢাকায় ক্যাফেতে জঙ্গি হামলার ঘটনায় নাম জড়িয়েছে জাকিরের, তদন্তকারীরা জেনেছেন, ওই নাশকতায় যোগদানকারীদের অন্যতম, সে দেশের শাসক দল আওয়ামি লিগের এক নেতার ছেলে রোহন ইমতিয়াজ গত বছর ফেসবুকে জাকিরের ভাষণ থেকে উদ্ধৃতি দিয়ে ফেসবুকে প্রচার চালিয়েছিল। ভাষণে বিতর্কিত এই মৌলবি সব মুসলিমকে সন্ত্রাসবাদী হতে ডাক দিয়েছে বলে অভিযোগ। গতকাল বাংলাদেশে