দেশজুড়ে অন্তত ৮০০জনকে ইসলামে ধর্মান্তরিত করেছে জাকির নায়েকের সহযোগীরা
ABP Ananda, Web Desk | 24 Jul 2016 08:11 AM (IST)
মুম্বই: মুম্বইয়ের কল্যাণ থেকে গ্রেফতার জাকির নায়েকের সহযোগী রিজওয়ান খান দেশজুড়ে ধর্মান্তরকরণে যুক্ত ছিল। নভি মুম্বই থেকে গ্রেফতার, জাকিরের আর এক সহযোগী আর্শিদ কুরেশির সঙ্গে হাত মিলিয়ে অন্তত ৮০০জনকে ইসলামে ধর্মান্তরিত করেছে সে। যাদের তারা মগজধোলাই করে, তাদের বেশিরভাগই মুম্বইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এরা দুজনেই জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্র এটিএস জানিয়েছে, রিজওয়ানের কাছ থেকে ধর্মান্তরকরণ সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বহু বিয়ের সার্টিফিকেট। এ সব থেকে পরিষ্কার, তারা ৮০০-র বেশি খ্রিস্টান ও হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করেছে। পুলিশ জানাচ্ছে, ধর্মান্তরকরণের জাল বিশালভাবে ছড়িয়ে দিয়েছে এরা। জাকিরের আইআরএফ-র আওতায় অন্তত আরও দুটি সংস্থা ধর্মান্তরকরণ চালাচ্ছে দেশজুড়ে। যদিও রিজওয়ানের দাবি, সে একটি ম্যারেজ ব্যুরো চালায়, জোর করে ধর্মান্তরকরণে যুক্ত নয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি রীতিমত জটিল, এখনই জরুরি ভিত্তিতে এই সমস্যা মেটানো উচিত। এ ধরনের সংস্থা মূলত টার্গেট করে কলেজ ছাত্রছাত্রীদের। নজরে থাকে জেলবন্দিরাও। আইনি ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তরিত করে তাদের। জাকিরের আইআরএফ-এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সংস্থাগুলি সব অভিযোগ অস্বীকার করেছে। তবে স্বীকার করেছে, রিজওয়ান প্রায়ই আসত তাদের অফিসে।