ভূবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে জেল হেফাজতে থাকা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি। তৃণমূল সাংসদ গতকাল বুকে ব্যথার কথা বলেন। এরপরই তাঁকে ক্যাপিটল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিত্সকরা সুদীপকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানেই তাঁকে ভর্তি করা হয়। এর আগে ১২ জানুয়ারি সুদীপের জেল হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বর আদালত। সেসময় স্বাস্থ্যের কারণে তাঁর জেল হাসপাতালে থাকার আবেদন মঞ্জুর হয়। এতদিন রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার অন্য এক তৃণমূল সাংসদ তাপস পালের সঙ্গে জেল হাসপাতালেই ছিলেন সুদীপ।