নয়াদিল্লি: নিজস্ব মতামত জানানো, সরকারের সমালোচনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে এই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর গ্রন্থ ‘কালেক্টিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার: এক্সপ্যান্ডেড এডিশন’-এর প্রকাশ উপলক্ষ্যে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ডক্টর সেন দিল্লি বিশ্ববিদ্যালয়েক রামজশ কলেজের সাম্প্রতিক হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনাকে সম্পূর্ণ অগণতান্ত্রিক আখ্যা দিয়ে অমর্ত্য সেন বলেছেন, এখানে তো আলোচনা শুরুর আগেই ফতোয়া দেওয়া হল, কোনও একটি নির্দিষ্ট মতামত নিয়ে আলোচনা চলবে না। এটা চূড়ান্ত বিপজ্জনক।
উল্লেখ্য, রামজস কলেজে একটি সেমিনারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদকে ডাকা নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। গত বছর দেশ-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে উমরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, এই মামলায় এখনও চার্জশিটও জমা করতে পারেনি পুলিশ।
কলেজে হিংসার ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, কলেজগুলি ‘দেশ-বিরোধী কার্যকলাপের কেন্দ্র’ হতে দেওয়া যায় না।
কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীদের কথায় কথায় এ ধরনের দেশ-বিরোধী তকমার ব্যবহার নিয়েও  তীব্র কটাক্ষ করেছেন অমর্ত্য সেন।  তিনি বলেছেন, একটা সংখ্যালঘু সরকারের জাতীয়তাবাদ-বিরোধী শব্দের ব্যবহার অদ্ভূত ধরনের। এটা এই সরকারের ঔদ্ধত্যের বহরটাই তুলে ধরে। ৩১ শতাংশ ভোট পেয়ে কেউ বাকি ৬৯ শতাংশকে জাতীয়তাবাদ-বিরোধী বলার হক পেয়ে যায় না।
অমর্ত্য সেন এক্ষেত্রে ২০১৪-র লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হারের কথাই উল্লেখ করেছেন।