এসএসকেএমে অ্যাঞ্জিওগ্রামে ‘ধমনী ছিঁড়ে’ মৃত্যু, গাফিলতির অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2017 08:12 PM (IST)
কলকাতা: অ্যাঞ্জিওগ্রাম করতে গিয়ে ‘ছিঁড়ল’ ধমনী!অস্ত্রোপচারের পরও হল না শেষরক্ষা!এসএসকেএমে মৃত্যু মহিলার। হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা, বছর পঞ্চাশের নমিতা বণিক। চলতি মাসেই স্বামীকে ডাক্তার দেখাতে এসএসকেএমে নিয়ে আসেন নমিতা। ১৩ তারিখ বুকে ব্যথা নিয়ে নিজেই এসএসকেএমে ভর্তি হন তিনি। তারপর চিকিত্সকদের পরামর্শ মতো অ্যাঞ্জিওগ্রাম করা হয়।মৃতের পরিবারের অভিযোগ, অ্যাঞ্জিওগ্রাম করার পরে আরও অসুস্থ হয়ে পড়েন নমিতা বণিক। পরিজনদের দাবি, চিকিত্সকরা জানান, অ্যাঞ্জিওগ্রামের সময় নমিতার ধমনী ছিঁড়ে গিয়েছে। এরপর এসএসকেএমেই মহিলার অস্ত্রোপচার হয়। তারপর থেকে ভেন্টিলেশনেই ছিলেন নমিতা। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ভবানীপুর থানাতেও চিকিত্সায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। যদিও এনিয়ে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন ধরেননি সুপার। এসএসকেএমের অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর প্রতিক্রিয়া,ব্যস্ত রয়েছি, এখন এবিষয়ে কথা বলা সম্ভব নয়।