শ্রীনগর: বিজেপি সহ একাধিক মহল থেকে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের দাবি তোলা হচ্ছে। কিন্তু এর পক্ষে সওয়াল করে মেহবুবা মুফতির ট্যুইট, ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের মানুষের প্রতি পুরো দেশের দায়বদ্ধতার অঙ্গীকার রয়েছে, তাই অবশ্যই তাকে মর্যাদা দেওয়া উচিত।






জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আরও এক ট্যুইটে বলেছেন, গণতন্ত্র হল আদর্শের লড়াই, আলোচনাই সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা।





একমাত্র আলোচনার রাস্তাতেই কাশ্মীর সমস্যা মিটতে পারে অভিমত জানিয়ে মেহবুবা এও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে 'বিপুল জনাদেশ' রয়েছে, জম্মু ও কাশ্মীরের চেহারা বদলে দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন তিনি।





৩৭০ অনু্চ্ছেদ বহাল রেখে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সত্যিই উচিত কিনা, এই প্রশ্নের পাশাপাশি সংবিধানের ৩৫ এ ধারা সম্পর্কেও আপত্তি করা হচ্ছে। এই ধারায় জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দারা কিছু বিশেষ অধিকার, সুবিধা ভোগ করেন।
অর্থনৈতিক লেনদেন চাঙ্গা করতে জম্মু ও কাশ্মীরের ভূকৌশলগত অবস্থানের সুযোগ কাজে লাগিয়ে চিরাচরিত বাণিজ্যক রুটগুলি ফের চালুর প্রস্তাবও দিয়েছেন মেহবুবা।

মেহবুবার অভিমত নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান নিচের কমেন্টস বক্সে