আগরতলা: জম্মু ও কাশ্মীরে এতদিন ৩৭০ ধারা বহাল থাকার কারণে দেশে মৌলবাদ ও সন্ত্রাসবাদ বেড়েছে বলে দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর মতে, স্বাধীনতার পর এটাই কোনও সরকারের নেওয়া সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।


আগরতলায় বিজেপি-র সদর দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বলেন, ‘কাশ্মীর যদি বিশেষ মর্যাদা ভোগ করতে পারে, তাহলে অন্যরা সেটা পাবে না কেন? সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার ফলে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের নাগরিকদের জন্য আলাদা নিয়ম হতে পারে না। কাশ্মীরে ৩৭০ ধারা বলবৎ থাকার ফলে দেশে মৌলবাদ ও সন্ত্রাসবাদ বেড়েছে। সেটা বাতিল করা স্বাধীনতার পর কোনও সরকারের নেওয়া সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে বিজেপি সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন।’

কংগ্রেসকে তীব্র আক্রমণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাশ্মীরে যা কিছু হয়েছে, সেটা নেহরু পরিবারের ঘনিষ্ঠ তিনটি পরিবারের ইচ্ছাতেই হয়েছে। মানুষের তথ্যের অধিকার না থাকায় অনেক দুর্নীতির ঘটনার তদন্ত করা সম্ভব হয়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশ, এক বিধান, এক প্রধান, এক নিশানের যে স্বপ্ন দেখতেন, সেটি সত্যি হয়েছে।’