নয়াদিল্লি: আমেরিকার হাসপাতালে চিকিত্সাধীন অরুণ জেটলি ভাল আছেন, খুব দ্রুত সুস্থ হচ্ছেন বলে জানালেন পীযূষ গয়াল। জেটলির অবর্তমানে অস্থায়ী ভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে বসেছেন তিনি। এ সপ্তাহের শুরুতে জেটলি পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত অন্তর্বর্তী অর্থমন্ত্রী করা হয়েছে তাঁকে। তবে জেটলির অসুস্থতা কী ধরনের বা তিনি কবে দেশে ফিরছেন, সে ব্যাপারে কিছুই বলেননি গয়াল।
শুক্রবার এখানে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গয়াল বলেন, আমি শুধুমাত্র অরুণ জেটলির বদলি হিসাবে রয়েছি। গতকাল অনেক রাতে, বলতে গেলে আজ ভোরের দিকে ওনার সঙ্গে কথা বলার সুযোগ পাই। উনি ভাল আছেন, খুব তাড়াতাড়ি সেরে উঠছেন। আমি নিশ্চিত ভাবেই জানি, আমার সঙ্গে আপনারাও ওনার সম্পূর্ণ আরোগ্য কামনা করবেন, আরও অনেক অনেক বছর যাতে উনি কাজ করতে পারেন, সেই প্রার্থনাও করবেন। সব পুরস্কারপ্রাপককে অভিনন্দন জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে আচমকাই আমেরিকা যান জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কর্তারা বলেন, মেডিকেল চেকআপ করাতে গিয়েছেন তিনি। যদিও সূত্রের খবর, ১৩ জানুয়ারি আমেরিকা যান জেটলি, গত মঙ্গলবার অস্ত্রোপচার হয় তাঁর। ডাক্তাররা তাঁকে দুসপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
গত বুধবার রাষ্ট্রপতি ভবনের জারি করা বার্তায় গয়াল অন্তর্বর্তী অর্থমন্ত্রী হবেন, জেটলি কোনও মন্ত্রক, পদ ছাড়া মন্ত্রী থাকবেন বলে জানানো হয়। গয়াল আজ বলেন, গত ৫ বছর ধরে দক্ষতার সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নেতৃত্ব দিয়েছেন জেটলি, ওনার হাতেই জিএসটি, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোডের মতো ঐতিহাসিক ব্যবস্থা কার্যকর হয়েছে। এসব পদক্ষেপের ফলে সহজে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে ৬৬ ধাপ ওপরে ওঠা সম্ভব হয়েছে ভারতের, এ দেশে ব্যবসা করা আগের চেয়ে সহজ হয়েছে। বিশ্ব অর্থনীতিতে ভারত সবচেয়ে উজ্জ্বল স্থানগুলির অন্যতম হয়ে উঠেছে।
জেটলি ভাল আছেন, খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন, জানালেন গয়াল
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2019 03:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -