নয়াদিল্লি: কিডনি-প্রতিস্থাপনের জন্য তিন-সপ্তাহ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমস)-এ থাকার পর বাড়ি ফিরলেন অরুণ জেটলি।


সোমবার, হাসপাতালে ভালোভাবে তাঁর শুশ্রুষার জন্য টুইটারের মাধ্যমে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্সদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, বাড়ি ফিরে আনন্দিত। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্সদের আমার কৃতজ্ঞতা, যাঁরা গত তিন সপ্তাহ ধরে আমার দেখভাল করেছেন। আমি সকল শুভান্যুধায়ী, সহকর্মী ও বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যাঁরা আমার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং আমার আরোগ্য কামনা করেছেন।


https://twitter.com/arunjaitley/status/1003557985384189952

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল, নিজের মুখে অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন জেটলি। বলেছিলেন, গত একমাস ধরে তাঁকে ডায়ালিসিস করাতে হচ্ছে। এরপর গত ১২ মে, কিডনি প্রতিস্থাপনের জন্য এইমসে ভর্তি হন ৬৫ বছরের জেটলি। ২দিন পর, অর্থাৎ ১৪ মে, তাঁর অস্ত্রোপচার হয়। সংক্রমণ এড়াতে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সেই থেকে জেটলি ওই ওয়ার্ডেই ছিলেন। হাসপাতালে থাকতে থাকতেই মোদী সরকারের ৪ বছর পূর্তি নিয়ে একটি ফেসবুক পোস্ট লেখেন জেটলি।