নয়াদিল্লি: ঘোষিত হল ২০২০ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম৷ ১৪১ জন সম্মান প্রাপকের তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন বাজপেয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, বিজেপির দুই শীর্ষ নেতা অরুণ জেটলি ও সুষমা স্বরাজ।ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ পাচ্ছেন বক্সার মেরি কম।
পদ্মবিভূষণের পাশাপাশি এদিন ঘোষিত হয়েছে পদ্মভূষণ প্রাপকদের তালিকাও।





মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। শিল্পক্ষেত্রে অবদানের জন্য এবছর পদ্মভূষণ পাচ্ছেন বাংলার অজয় চক্রবর্তী।
সামাজিক ক্ষেত্রে অবদানের পদ্মভূষণ পাচ্ছেন কাশ্মীরের নেতা মুজফ্ফর হোসেন বাগ। পদ্মভূষণ পাচ্ছেন শাটলার পি ভি সিন্ধু ও শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।
পদ্মশ্রী পাচ্ছেন বাংলার শিক্ষক কাজি মাসুম আখতার, চিকিত্সদক সুশোভন বন্দ্যোপাধ্যায়, অরুণোদয় মণ্ডল ও শিল্পী মণিলাল নাগ।
বিনোদন জগতে পদ্মশ্রী পাচ্ছেন করণ জোহর, একতা কপূর, কঙ্গনা রানাউত ও গায়ক সুরেশ ওয়াদেকর।
পদ্মশ্রী দেওয়া হচ্ছে প্রাক্তন পাকিস্তানি গায়ক তথা বর্তমানে ভারতের নাগরিক আদনান সামিকেও।
এছাড়ও পদ্মশ্রী পাচ্ছেন চিকিত্সাক পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়।