মুম্বই: শ্লীলতাহানির অভিযোগ মাথায় নিয়ে ওয়েব বিনোদন চ্যানেল দি ভাইরাল ফিভার (টিভিএফ)-এর সিইও পদে ইস্তফা দিলেন অরুণাভ কুমার। নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, টিভিএফ সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গত তিন মাসে এমন অনেক কিছুই ঘটেছে যা আমার মনে, আবেগে প্রচণ্ড আঘাত দিয়েছে। তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে, এটার আমার দৃঢ় বিশ্বাস।

তিনি মেনে নিয়েছেন, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। অরুণাভর স্থলাভিষিক্ত হয়েছেন ধবল গুসেইন, যিনি ২০১৫ থেকে সংস্থার সিওও।

ট্যুইটারে অরুণাভ লিখেছেন, অনেকেই আমায় আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে বলেছেন, কিন্তু আমি বলিনি কেননা অনেক চড়া দাম দিয়ে বুঝেছি, চটজলদি, তড়িঘড়ি কিছু একটা বলে দেওয়ার পর কী হয়। আমরা উত্তেজনার মাথায় প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়ে বিরাট ভুল করেছি। যে ভুল হয়েছে, কোনও ক্ষমাতেই তা শুধরে ফেলা যায় না, তবে আবারও হৃদয়ের গভীর থেকে ফের ক্ষমা চাইছি আপনাদের সকলের আশাভঙ্গ করায়।

ইস্তফা দিলেও কনটেন্ট টিমের মেন্টর হিসাবে কাজ করে যাবেন তিনি।

প্রসঙ্গত, অরুণাভর বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলেন টিভিএফের এক প্রাক্তন মহিলা কর্মী। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত সেখানে চাকরি করার সময় অরুণাভর বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ করেন, পরিচয় লুকিয়ে পোস্ট করা এক ব্লগে।

সেটি ভাইরাল হওয়ার পর আরও বেশ কয়েকজন মহিলা অরুণাভর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ভারসোভা থানায় যৌন নিগ্রহের মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।