কালিখো পুলের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ রাজ্যের, সমর্থকদের বিক্ষোভ
ABP Ananda, web desk | 09 Aug 2016 01:48 PM (IST)
ইটানগর: রাজ্যের পদচ্যুত মুখ্যমন্ত্রী কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল অরুণাচল প্রদেশ সরকার। এদিকে, তাঁর মৃত্যুর ঘটনা ঘিরে উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৪৭ বছরের কালিখো পুলের মৃতদেহ আজ সকালে উদ্ধার হয়। সুপ্রিম কোর্টের রায়ে গদিচ্যুত হওয়ার পরও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনেই থাকছিলেন। সেখানেই আজ সকালে তাঁর এক স্ত্রী তাঁকে একটি ঘরের ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্ত যাতে সঠিক পথে এগোয় সেজন্য সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন বলে খবর। এক প্রশ্নের উত্তরে খান্ডু বলেছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে তিনদিনের শোক পালনের ঘোষণাও করা হয়েছে। এদিকে, কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর সমর্থকরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের আঘাতে জখম হয়েছেন ইটানগর থানার ওসি সহ চারজন। কালিখো পুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর সমর্থকরা নিতি বিহার এলাকায় মুখ্যমন্ত্রী খান্ডুর বাসভবন ঘেরাও করেন। কালিখো পুলের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্তের দাবি করেন বিক্ষোভকারীরা। তাঁরা উপমুখ্যমন্ত্রীর একটি নির্মিয়মান বাড়িতেও আগুন ধরিয়ে দেন। এছাড়াও আরও দুটি সরকারি বাংলোয় ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীরা বলেন, তাঁরা কালিখো পুলের মরদেহ এএসএস সেক্টরের বাংলোর বাইরে বের করতে দেবেন না। তাঁরা প্রয়াত মুখ্যমন্ত্রীকে ওই বাংলো চত্বরেই সমাধিস্ত করার দাবি জানান। বাইরে থেকে আনা একটি কফিনও বিক্ষোভকারীরা ভেঙে দেন।