অরুণাচল ভারতের অংশ, বললেন মার্কিন কনসাল জেনারেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2016 02:18 PM (IST)
ইটানগর: কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে বর্ণণা করলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই মত। অরুণাচল প্রদেশ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কালিখো পুলের সঙ্গে বৈঠকে ভারতের এই অঙ্গরাজ্যের উপর চিনের দাবি খারিজ করে দিয়েছেন হল। তিনি বলেন, অরুণাচল প্রদেশের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। কারণ, এই রাজ্য চিন, মায়ানমার ও ভুটান সীমান্তে। ভারত সরকারের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি কার্যকর করতে হলে অরুণাচলের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। গুগল ম্যাপে অরুণাচল প্রদেশ ও অসমের কিছু অংশকে চিন নিজের বলে দেখায়। এই বিষয়টি উল্লেখ করে ম্যাপ সংশোধন করার জন্য মার্কিন সরকারের সাহায্য চেয়েছেন পুল। তিনি সড়ক যোগাযোগ ও পরিকাঠামোর উন্নতির জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন। হল তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।