ইটানগর: করোনা লকডাউনের জেরে অন্যান্য রাজ্যে আটকে পড়া অরুণাচলবাসীদের প্রত্যেককে ৩৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে টুইটারে বিশদে জানালেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশের বাইরে আটকে পড়া রাজ্যবাসীকে দিলেন অন্য রাজ্যেই থাকার পরামর্শ।

লকডাউনে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ সহ পৃথিবীর স্বাভাবিক জনজীবন। দেশে দেশে অব্যাহত করোনা আক্রান্তের মৃত্যুমিছিল। বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। জীবিকা হারিয়েছেন অসংখ্য মানুষ।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা রাজ্য সরকারের অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় এটি ছিল চতুর্থ অধিবেশন। রাজ্যের বাইরে আটকে পড়া অরুণাচলবাসীদের তাৎক্ষণিক আর্থিক সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



টুইটারে একটি ওয়েবসাইটের উল্লেখ করে সেখানে রাজ্যের বাইরে থাকা অরুণাচলবাসীদের নিজেদের নাম নথিভুক্ত করতে বলেন তিনি। ১৯ এপ্রিল মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে ওই ওয়েবসাইটটি। এরপরে ওই ওয়েবসাইটে নথিভুক্ত করা তথ্য যাচাই করবেন রাজ্যের উচ্চপদস্থ কর্মচারীরা। প্রত্যেককে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।



এদিন অরুণাচলের কৃষকদের নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রেমা খান্ডু। লকডাউনের আবহে প্রশ্নের মুখে পড়েছে তাঁদের রুজি-রোজগার। প্রেমা জানান, কেন্দ্রের 'প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প'-এর আওতায় থাকা সমস্ত কৃষককে এককালীন ১০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। ট্যুইটারে এই খবর জানিয়ে তিনি লেখেন, 'কৃষকেরা অরুণাচলের শিরদাঁড়া। লকডাউনে কেন্দ্র থেকে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কিছু টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও তাঁদের ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।'



শেষ পাওয়া খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৫। লকডাউনের জেরে এখনও অন্যান্য রাজ্যে আটকে রয়েছে প্রচুর অরুণাচলবাসী।