নয়াদিল্লি: খোঁজ মিলল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের চুরি যাওয়া গাড়ির। গাজিয়াবাদে পরিত্যক্ত অবস্থায় কেজরীবালের নীল রঙের ওয়াগন আর গাড়িটি পাওয়া গিয়েছে। দুদিন আগে গাড়িটি দিল্লির সচিবালয়ের বাইরে থেকে চুরি যায়।
রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই গাড়িটি আম আদমি পার্টি প্রধানের সঙ্গী হয়ে উঠেছিল। গাড়িটি ব্যবহার করতেন দলের অন্যান্য নেতারাও।
দিল্লি পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদ পুলিশ একটি নীল রঙের গাড়ি খুঁজে পেয়েছে। এরপর সেখানকার কর্তৃপক্ষ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ওই গাড়িটিই দিল্লির মুখ্যমন্ত্রীর বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গতকালই লেফটেনেন্ট গভর্নর অনিল বৈজলকে চিঠি লিখে কেজরীবাল বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি যে দ্রুত বেহাল হয়ে উঠছে, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই চুরির ঘটনা।

গাড়িটি কেজরীবালকে ২০১৩-কে এক সফ্টওয়ার ইঞ্জিনিয়ার কুন্দন শর্মা উপহার দিয়েছেন। ২০১৩-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছিলেন তিনি। এই পুরানো ব্লু ওয়াগন আর গাড়িটিই ব্যবহার করতেন তিনি।