নয়াদিল্লি: আম আদমি পার্টির সরকার। দিল্লিতে অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন সরকার গত তিন বছরে চা-জলখাবারেই খরচ করেছে ১.০৩ কোটি টাকা। তথ্যের অধিকার আইন (আরটিআই)-র আওতায় প্রাপ্ত তথ্যে এ কথা জানা গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরীবালের সফরে মোট খরচ হয়েছে ১১.৯৯ লক্ষ টাকা। হলদওয়ানির এই সমাজকর্মী হেমন্ত সিংহ গৌনিয়ার দায়ের করা আরটিআই প্রশ্নে এই তথ্য জানা গিয়েছে।
২০১৫-১৬ অর্থবর্ষে কেজরীবালের দফতরের চা-জলখাবারের জন্য খরচ হয়েছে ২৩.১২ লক্ষ টাকা। ২০১৬-১৭-তে তা বেড়ে হয় ৪৬.৪৫ লক্ষ টাকা। চলতি সপ্তাহেই এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৭-১৭ তে চা-জলখাবার বাবদ মোট ব্যয়ের পরিমাণ ৩৩.৩৬ লক্ষ টাকা।
গৌনিয়া বলেছেন, এক্ষেত্রে খরচ নিয়ন্ত্রণ করা যেত এবং সেই টাকা যাঁরা দুবেলা দুমুঠো খেতে পান না, তাঁদের জন্য ব্যয় করা যেতে পারত। সরকার এই খরচে রাশ টানবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতেই গৌনিয়ার আরটিআই-এর আওতায় প্রশ্ন থেকে জানা গিয়েছিল যে, ক্ষমতায় আসার ১০ মাসের মধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত চা ও জলখাবারে ৬৮ লক্ষ টাকা খরচ করেছেন।
গত তিন বছরে কেজরীবালের দফতরে চা-জলখাবারে খরচ ১ কোটি টাকা! জানা গেল তথ্যের অধিকার আইনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2018 07:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -