রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী গর্ভনর অরবিন্দ পানাগারিয়া? এ সপ্তাহেই ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2016 06:12 PM (IST)
নয়াদিল্লি: রঘুরাম রাজনের উত্তরসূরী কে? কার হাতে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব? এ সপ্তাহেই ঘোষিত হতে পারে সেই নাম। সূত্রের খবর, ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হতে পারেন অরবিন্দ পানাগারিয়া। তিনি এখন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি। গভর্নর হওয়ার দৌড়ে রয়েছেন আরবিআই প্রাক্তন ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণ, আরবিআই প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনও। দেশে ফেরার পরই এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।