পুণে: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় অপরাধী বলে কাঠগড়ায় তুলে পাকিস্তানের বিরুদ্ধে দেশের নানা জায়গায় প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই পুণের এক পতাকার দোকান পড়শী দেশের ১০০টির বেশি পতাকা বিক্রি করল, সঙ্গে ফ্রিতে একটি করে লাইটার। মুরুদকার জেন্দেওয়ালের দোকানে সব দেশের জাতীয় পতাকা বিক্রি হয়। পরিবারটির তিন প্রজন্মের ব্যবসা পতাকা বিক্রি করা।
বৃহস্পতিবার বিকালে পুলওয়ামায় বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে সিআরপিএফ কনভয়ে জয়েশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী হামলায় বাহিনীর ৪০ জওয়ানের মর্মান্তিক মৃত্যুর খবরে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি পুণেতেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় স্থানীয় লোকজন। কেননা জয়েশের পৃষ্ঠপোষক বলেই আমজনতা জানে পাকিস্তানকে । শহরের জায়গায় জায়গায় পাকিস্তানের পতাকা পোড়ানো হতে থাকে। সেটা দেখেই সেই পতাকা বিক্রি করেন দোকান মালিক গিরীশ মুরুদকার। সকাল থেকে পতাকা কেনার ধুম দেখে ১০০-রও বেশি পতাকা বিক্রি করেন, প্রতিটি পতাকার সঙ্গে বিনা মূল্যে একটি করে লাইটার দেন বলে জানান তিনি।

গতকাল দিনভর দেশব্যাপী প্রবল পাকিস্তান-বিরোধী ক্ষোভের প্রতিফলন দেখা যায়। পাকিস্তান, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। জম্মুতে ক্ষোভের আঁচ সবচেয়ে বেশি টের পাওয়া যায়। রেসিডেন্সি রোড, কাচি চাওয়ানি, ডোগরা হল এলাকায় কার্ফু অগ্রাহ্য করেই রাস্তায় নেমে বিক্ষোভ চলে। উত্তেজনাপ্রবণ স্থানগুলিতে সেনা ফ্ল্যাগ মার্চ করে। কোথাও কোথাও টায়ার জ্বালায়, অবরোধ করে জনতা। আমজনতা প্রশ্ন করে, এভাবে আর কত মায়ের কোল খালি হবে। আর কত বলিদান দিতে হবে জওয়ানদের। এর অবসান হোক। নিহত শহিদদের স্মরণে নানা শহরে হয় মোমবাতি মিছিল, সভাও।