মুম্বই: দিল্লিতে অনশন আন্দোলনে অণ্ণা হজারে। চারদিনের অনশনে চার কেজি ওজন কমেছে তাঁর। অণ্ণাকে সমর্থন করে মহারাষ্ট্রে তাঁরই গ্রামে ‘শোলে’ ছবির আদলে জলের ট্যাঙ্কে চড়ে প্রতিবাদ গ্রামবাসীদের।


গত ২৩ মার্চ থেকে রাজধানীর রামলীলা ময়দানে অনির্দিষ্টকালের অনশন আন্দোলন শুরু করেছেন অণ্ণা হজারে। কেন্দ্রের কাছে তাঁর দাবি, অবিলম্বে লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে।


অণ্ণা যখন দিল্লিতে অনশনে রয়েছেন, সেখানে মহারাষ্ট্রের তাঁর গ্রামে তাঁর সমর্থনেই অভিনব প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। আহমেদনগর জেলার পার্নের মহকুমার অন্তর্গত রালেগান সিদ্ধি গ্রামে গ্রামবাসীরা এলাকার জলের ট্যাঙ্কের মাথায় চড়ে স্লোগান দিতে থাকেন, অণ্ণার দাবি মানতে হবে সরকারকে।


কয়েকজন প্রতিবাদী হাতে তেরঙা নিয়ে হুমকি দেন, অণ্ণার দাবি মানা না হলে, তাঁরা সেখান থেকে ঝাঁপ দেবেন। এর আগে, ২০১১ সালে দিল্লিতেই লোকপাল ও লোকায়ুক্ত নিয়োগ নিয়ে অনশন করেছিলেন অণ্ণা। তাঁর আন্দোলনের জেরে ২০১৩ সালে সংসদে কেন্দ্র লোকপাল ও লোকায়ুক্ত বিল পাশ করলেও, এখনও পর্যন্ত লোকপাল নিয়োগ করা হয়নি।


এদিকে, টানা চারদিন ধরে অনশন করে চার কেজি ওজন কমেছে অণ্ণা হজারের। তাঁর ঘনিষ্ঠ সহযোগী দত্ত অবরী অবশ্য জানিয়েছেন, অণ্ণার রক্তচাপ স্বাভাবিক রয়েছে। এদিনই প্রবীণ সমাজকর্মীর সঙ্গে এদিন দেখা করেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন।