চেন্নাই: দলীয় বিধায়কদের কার্যত হাইজ্যাক করে শহরের বাইরে রিসর্টে নিয়ে গিয়ে তুললেও প্রয়োজনীয় সমর্থন জোটানো নিয়ে রীতিমত অনিশ্চিত টিম শশীকলা। তাই কংগ্রেসের সঙ্গে তলে তলে তারা হাত মেলানোর চেষ্টা করছে বলে খবর।


শশীকলা শিবিরের চেষ্টা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দরকারে কংগ্রেস যেন তাদের পক্ষে ভোট দেয়। এ ব্যাপারে আলোচনা করতে প্রদেশ কংগ্রেস প্রধান এস থিরুনাভুক্কারাসর ও বিধানসভায় দলীয় নেতা কে রামস্বামীকে কংগ্রেস হাই কমান্ড আজই দিল্লি ডেকে পাঠিয়েছে। রাহুল গাঁধীও সম্ভবত তামিলনাড়ুর কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করবেন।

২৩৪জনের তামিলনাড়ু বিধানসভায় এআইএডিএমকে বিধায়ক সংখ্যা ১৩৫। বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে শশীকলা নটরাজন দাবি করেছেন, তাঁর সঙ্গে ১২৯জনের সমর্থন রয়েছে। আবার ও পনীরসেলভম ক্যাম্পের দাবি, তাঁদের কাছে সমর্থন রয়েছে ১০০-র মত বিধায়কের। যদিও ঘটনা হল, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে প্রকাশ্যে শুধু ৫ বিধায়কের সমর্থন রয়েছে। পনীরসেলভমের অভিযোগ, ইস্ট কোস্ট রোডের গোল্ডেন বে রিসর্টে দলীয় বিধায়কদের জোর করে নিয়ে তুলেছেন শশীকলা। প্রতিবাদে তাঁরা নাকি সেখানে অনশন শুরু করেছেন।

কংগ্রেস অবশ্য এই মুহূর্তে ডিএমকে-র সহযোগী। তাদের বিধায়কসংখ্যা মাত্র ৮। তবে বিধায়করা শশীকলার দিকে যেতে মোটেই আগ্রহী নন। তাঁদের মতে, জনসমর্থন যেদিকে, সেদিকেই তাঁদের থাকা উচিত। না হলে তা রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে। বৃহস্পতিবার সকালে দলীয় বিধায়করা বৈঠকে বসে এ ব্যাপারে সহমত হয়েছেন।