নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে চলতি প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে যে, আগামী রবিবার গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত বৈঠক স্থগিত রাখা হয়েছে। বিদেশ মন্ত্রক শুক্রবার জানিয়েছে, গুয়াহাটি দুই নেতার বৈঠক এখন হচ্ছে না।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বার্ষিক শীর্ষ স্তরের আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রীর ১৫ -১৭ ডিসেম্বর তিন দিনের সফরে ভারতে আসার কথা ছিল। বৈঠক হওয়ার কথা ছিল গুয়াহাটিতে। সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার পর থেকেই অসমের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে যে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত সফর স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে দু’দেশের সুযোগমতো ফের নয়া দিনক্ষণ স্থির হবে।’



এর আগে জাপানের সংবাদমাধ্যমগুলিতে শিনজো আবে গুয়াহাটি ও উত্তরপূর্বের অন্যান্য অংশে প্রতিবাদ-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইন্দো-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন বাতিল করার বিষয়টি বিবেচনা করছেন।
শেষপর্যন্ত দুপুরে জানিয়ে দেওয়া হল, আপাতত ওই বৈঠক স্থগিত থাকছে।