বিবাহ বিচ্ছেদের আর্জির পর সোশ্যাল মিডিয়ায় পোস্টে ‘দার্শনিক বার্তা’ আইএএস টিনা ডাবির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2020 09:47 PM (IST)
নস্টাগ্রাম পোস্টে টিনা ডাবি লিখেছেন, এটা বিলম্বিত পোস্ট। গত কয়েক মাসে আমি বেশ কিছু বই পড়েছি। বইগুলি পড়ার পর আমি আমার ভাবনাচিন্তা একটা পাতায় লিখেছি। সেই সঙ্গে আমি এমন অংশও সামিল করেছি, যা আমার সবচেয়ে ভালো লাগে। আশা করছি, এটা পড়তে আপনাদেরও ততটাই ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছে।
নয়াদিল্লি: ২০১৫-তে আইএএস পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন টিনা ডাবি। ২০১৮-তে তিনি আইএএস আধিকারিক আতহার আমির উল শফি খানকে বিয়ে করেছিলেন। সম্প্রতি পারস্পরিক সম্মতিতে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে। এরইমধ্যে টিনা ডাবির একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। এই ইনস্টাগ্রাম পোস্টে কিছুদিন আগে পড়া একটি বইয়ের উল্লেখ করেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে টিনা ডাবি লিখেছেন, এটা বিলম্বিত পোস্ট। গত কয়েক মাসে আমি বেশ কিছু বই পড়েছি। বইগুলি পড়ার পর আমি আমার ভাবনাচিন্তা একটা পাতায় লিখেছি। সেই সঙ্গে আমি এমন অংশও সামিল করেছি, যা আমার সবচেয়ে ভালো লাগে। আশা করছি, এটা পড়তে আপনাদেরও ততটাই ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছে। আপনি যদি এগুলির মধ্যে কোনও বই পড়ে থাকেন, তাহলে নিজের মতামত শেয়ার করুন। এছাড়াও যদি আপনার কাছে অন্য বইয়ের পরামর্শ থাকেও, তাহলেও তা স্বাগত। টিনা অ্যা জেন্টেলম্যান ইন মস্কো বই পড়ার উল্লেখ করে বলেছেন, এই বই আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। এতে কোনও সন্দেহ নেই যে, কেউ যদি পরিস্থিতিকে পরিচালনা করতে না পারে, তাহলে সেগুলির দ্বারা চালিত হতে বাধ্য। সেইসঙ্গে টিনা ডাবি তাঁর পড়া বইগুলির একটি তালিকাও দিয়েছেন, যেগুলির মধ্যে রয়েছে গুড ভাইভস, গুড লাইফ, আল্টিমেট গ্র্যান্ডমাদার হ্যাক্স, দেবদত্ত পট্টনায়েকের হনুমান চালিশা।