স্থানীয় মিডিয়ার খবর, সম্প্রতি মারাত্মক জন্ডিসে আক্রান্ত হয়ে কর্নাটকের ম্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৌড়ার ছোট ভাই ভাস্কর গৌড়া। কয়েকদিন চিকিত্সার পর সেখানে মঙ্গলবার মারা যান তিনি। হাসপাতালের বিল মেটাতে গিয়ে সমস্যায় পড়েন গৌড়ার পরিবার। বাতিল নোট নিতে অস্বীকার করেন কস্তুরবা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী বিল না মেটানো পর্যন্ত তারা মন্ত্রীর ভাইয়ের দেহ পরিবারের হাতে তুলে দিতেও রাজি হয়নি বলে দাবি করেছে কোনও কোনও মিডিয়া।
মোদী সরকারের তথ্য পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রী হাসপাতাল কর্মীদের বলেন, তাঁরা পুরানো নোট নিতে বাধ্য, নিতে পারবেন না, লিখিত ভাবে জানান তাহলে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সওয়াল, প্রধানমন্ত্রীর নির্দেশ শুধু সরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য, তারা বেসরকারি প্রতিষ্ঠান, এর আওতায় পড়েন না। উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত রফা হয়, চেকে বকেয়া মিটিয়ে দেন গৌড়া।
সংবাদ সংস্থার খবর, গোটা ঘটনায় হতবাক গৌড়া। তিনি বলেন, সরকারি নির্দেশ সত্ত্বেও হাসপাতাল বাতিল নোট নিতে চাইছে না, তাহলে সাধারণ দেশবাসীর কী অবস্থা! আমি বিষয়টি সরকারের কানে তুলব।