ছিল শিবমন্দির, ভেঙে দিয়ে তাজমহল বানায় মুঘলরা! দাবি বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Oct 2017 02:26 PM (IST)
আগ্রা: সাড়ম্বরে যেদিন তাজমহল পরিদর্শনে গেলেন যোগী আদিত্যনাথ, সেদিনই ফের এই সৌধের ইতিহাস নিয়ে বিস্ফোরক মন্তব্য শাসক বিজেপির বিধায়কের।
আগ্রা উত্তরের বিজেপি বিধায়ক জগন প্রসাদ গর্গের দাবি, তাজমহল আসলে শিবমন্দির। মুঘলরা সেই মন্দির ধ্বংস করে তাজমহল বানিয়েছিল। একাধিক ইতিহাসবিদেরও বিশ্বাস, তাজমহল যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে শিবমন্দির ছিল। মুঘলরা প্রথমে সেটি ভেঙে ফেলে, সেখানেই পরে গড়ে ওঠে তাজমহল। এটাই আসল ঘটনা।
যদিও একইসঙ্গে গর্গের সাফাই, বিজেপি তাজমহলকে ভালবাসে, তার গুরুত্বও স্বীকার করে। তিনি বলেন, দুনিয়ার সপ্তম আশ্চর্য তাজমহল, প্রতি বছর লাখ লাখ দর্শক তাজ দর্শনে আসেন। আগ্রার খ্যাতিও তাজমহলের জন্যই।
এদিনই রাজ্যের পর্যটনমন্ত্রী রীতা বহুগুণা জোশী সহ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তাজমহল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের তাজমহল সংক্রান্ত বিতর্কিত মন্তব্যে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতেই তাঁর এই সফর। মুঘল সম্রাট শাহজাহানের জমানায় তৈরি সৌধকে ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক' বলেছেন সঙ্গীত।
তবে তারও আগে উত্তরপ্রদেশের পর্যটন সংক্রান্ত বুকলেট থেকে তাজমহলের বাদ পড়া নিয়ে বিতর্কের সূত্রপাত। সঙ্গীতের পাশাপাশি বিজেপি এমপি বিনয় কাটিয়ার তাজমহলকে শিব মন্দির বলে দাবি করেন। যদিও স্বয়ং আদিত্যনাথই সঙ্গীতের দাবি নাকচ করে জানিয়ে দেন, কে, কেন বানিয়েছেন, মুখ্য ব্যাপার নয়, তাজমহল তৈরি হয়েছে ভারত মায়ের সন্তানদের ঘাম-রক্তে, তার রক্ষণাবেক্ষণ সরকারের দায়িত্ব।
যদিও এ ব্যাপারে গর্গের সাফাই, পরিবারের মধ্যেও তো একেকজনের একেক রকম মত থাকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -