রবিশঙ্কর প্রসাদকে তোপ, মুসলিমদের মর্যাদা দেওয়ার কে বিজেপি? প্রশ্ন ওয়েইসির
Web Desk, ABP Ananda | 22 Apr 2017 04:34 PM (IST)
হায়দরাবাদ: মুসলিমদের প্রাপ্য মর্যাদা দেওয়া নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের তীব্র সমালোচনা করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, একজন মন্ত্রীর কর্তব্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা। মুসলিমদের মর্যাদা দেওয়ার কথা বলার তিনি কে? সংবিধানই মর্যাদা দিয়েছে। সংবিধান সবার উর্ধ্বে। রবিশঙ্কর দিল্লিতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমাদের ১৩ জন মুখ্যমন্ত্রী আছেন। আমরা দেশ শাসন করছি। আমরা কি কোনও সংস্থায় কর্মরত মুসলিমকে বরখাস্ত করেছি? কারও উপর কি অত্যাচার করেছি? আমরা মুসলিমদের ভোট পাই না। এটা আমি স্পষ্ট স্বীকার করছি। কিন্তু আমরা ওদের মর্যাদা দিয়েছি কি না বলুন?’ আইনমন্ত্রীর এই মন্তব্যেরই সমালোচনা করে ওয়েইসি বলেছেন, ‘মন্ত্রী আমাদের পাশে দাঁড়াচ্ছেন না হুমকি দিচ্ছেন? আমরা বিজেপি-কে ভোট দিই না, ভবিষ্যতেও দেব না। আপনি সংবিধান মেনে শপথ গ্রহণ করেছেন। ন্যায়বিচার ও সাম্যের ব্যবস্থা করা আপনার দায়িত্ব। বিজেপি আমাদের মর্যাদা দিয়েছে, এটা বলার কে তিনি? সংবিধান আমাদের মর্যাদা দিয়েছে। সরকার ও দল আসবে-যাবে। কিন্তু সংবিধান সবার উপরে থাকবে।’ রবিশঙ্কর অবশ্য আজ সকালে ট্যুইট করে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদী সরকার সমষ্ঠিগত সমাজের পক্ষে। তাঁরা সাংস্কৃতিক বৈচিত্র্যকে শ্রদ্ধা করেন। সবার উন্নয়নই তাঁদের প্রাথমিক লক্ষ্য। ভোটব্যাঙ্কের মাপকাঠিতে তাঁরা ভারতীয়দের উন্নয়নের কথা ভাবেন না।