ইন্দোর: নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে স্বঘোষিত ধর্মগুরু আসারামের। এরপরও ধর্ষক আসারামে পাশে দাঁড়িয়ে তাকে মহাত্মা আখ্যা দিলেন রাম জন্মভূমি ন্যাসের সভাপতি মহন্ত নিত্য গোপাল দাস। তাঁর দাবি, এখনও বহু মানুষের আস্থা রয়েছে আসারামের ওপর। নিত্য গোপাল দাস বলেছেন, জেল হলেও কোনও ক্ষতি নেই। শ্রীকৃষ্ণরও জন্ম তো কারাগারেই।
আসারামের সাজা সম্পর্কে প্রশ্নের উত্তরে নিত্য গোপাল দাসের মন্তব্য, 'কেউ জেলে যাক আর না যাক। এরকমটা হয়ে থাকে। বহু মানুষের আস্থা রয়েছে আসারামের ওপর। সে মহাত্মা। আর এসব কিছু হচ্ছে সে মহাত্মা বলেই'।
২০১৩-র জোধপুরের কাছে আশ্রমে এক কিশোরীকে ধর্ষণের মামলায় সম্প্রতি আদালত আসারামের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এ ব্যাপারে নিত্য গোপাল দাস বলেছেন, 'এতে সাধু-সন্তদের ভাবমূর্তি কলুসিত হয় না'।
তিনি আরও বলেছেন, 'কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, জেলে যাওয়াতে ক্ষতি কিছু নেই। সেখানে গেলে সাধু-সন্তরা ধর্মীয় উপদেশ দেবেন..সাধু-সন্তদের জেলে যাওয়ার প্রয়োজন। তাঁরা না গেলে বন্দিদের ধর্মীয় উপদেশ কারা দেবেন?'
রাম জন্মভূমি ন্যাসের সভাপতি আরও বলেছেন, 'অভিযোগ তো আনাই যায়। আসারামের বিরুদ্ধে এই সব অভিযোগ ঠিক না ভুল, তা আমি বলতে পারব না। সমালোচনা করতে সাধু-সন্তদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু মানুষের বিশ্বাস রয়েছে আসারাম বাপুর ওপর'।
'কারাগারেই তো জন্ম কৃষ্ণর!' ধর্ষক আসারামকে 'মহাত্মা' আখ্যা দিয়ে মন্তব্য রাম জন্মভূমি ন্যাসের সভাপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2018 09:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -